বোনের জমি জাল দলির করে বিক্রি করেছে ভাইয়েরা!
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া মৌজার মৃত ওছমান গনীর তিনি মেয়ে রওশন আরা , রুবি জামান ও রিনা বেগম তাদের বাবার অংশীদার সূত্রে প্রাপ্ত জমি ভাইয়েরা জাল দলিল করে অন্যত্র বিক্রি সহ জবর দখল করে রাখার প্রতিবাদে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিনা বেগম।
লিখিত বক্তব্য পাঠকালে জানান, আমার বাবা ওছমান গনি মৃত্যুকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারটি মৌজা তথা গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া,বর্দ্ধনকুঠি,মাগুড়া ও ফুলবাড়ি ইউনিয়নের কুঞ্জমালঞ্চা মৌজায় ৪.৫৫ একর জমি রেখে যান। মুসলিম ফারায়েজ মতে আমরা ৪ বোন ওই সম্পত্তি থেকে ১.৯৩ একর জমি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হই। কিন্তু আমাদের ৩ ভাই মোকাররম হোসেন রানা, রুবেল মিয়া ও রায়হান প্রধান জমি হস্তান্তর না করে আত্মসাৎ করার উদ্দেশ্যে কতিপয় জাল দলিল ও অছিয়তনামা সৃজন করে তারা বিভিন্ন ব্যক্তির নিকট জমি বিক্রি করছে। রিনা বেগম আরো জানান,আমরা ওই জাল দলিলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ সিভিল আদালতে ৩৩৬/২০,৩৩৭/২০,৩৩৮/২০ নং মোকদ্দমা ও সম্পত্তি ভাগ বাটোয়ারার নিমিত্তে একই আদালতে ৪৬৪/২১ও ৩৬/২৪ নং মামলা দায়ের করেছি। যা বর্তমানে বিচারাধীন রয়েছে । এরপরেও আমাদের ভাইয়েরা আমাদের অংশের কিছু জমি বিক্রি করেছে এবং বাকী জমি বিক্রির পাঁয়তারা করছে। এ বিষয়ে আমরা গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দিয়েছি। কিন্তু এখনো কোনো প্রতিকার পায়নি । তাই বাধ্য হয়ে আমরা আমাদের ন্যায্য সম্পত্তি ফিরে পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করছি। আমরা আমাদের সম্পত্তি যেন ফিরে পাই এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এ সংবাদ সম্মেলনে দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলনের সময় মৃত ওসমান গনীর মেয়ে রওশন আরা , রুবি জামান ও রিনা বেগম উপস্থিত ছিলেন।