১৩ বছর ধরে কর্মীদের কম বেতন দিচ্ছে বিশ্বের বৃহত্তম খনি সংস্থা


প্রকাশের সময় : জুন ১, ২০২৩, ২:৪১ অপরাহ্ণ / ১৪৫
১৩ বছর ধরে কর্মীদের কম বেতন দিচ্ছে বিশ্বের বৃহত্তম খনি সংস্থা

১৩ বছর ধরে অস্ট্রেলিয়ায় কর্মরত শ্রমিকদের কম বেতন দিয়ে আসছে মাইনিং জায়ান্ট বিএইচপি। এমনকি সাড়ে ২৮ হাজারের মতো কর্মী প্রাপ্যের চেয়ে কম ছুটি পেয়েছে। খবর বিবিসি।

নিজস্ব পর্যালোচনায় এই তথ্য পাওয়ার পর ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বিএইচপি।

আরো জানা যায়, কর্মসংস্থান সংস্থার ত্রুটির কারণে ৪০০ শ্রমিক অতিরিক্ত ভাতা পাননি।

সম্প্রতি প্রতিবেদনটি অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ এক্সচেঞ্জকে সরবারহ করেছে বিএইচপি।

এই সব ত্রুটির জন্য কোম্পানিকে কর বাদে ২৮ কোটি ডলার খরচ করতে হবে।

ক্ষতিগ্রস্ত কর্মীদের অনেকেই জাতীয় ছুটির দিনেও অবসর পাননি। এই সব ছুটি ভুলভাবে কেটে নেয়া হয়েছিল বলে কোম্পানিটি জানিয়েছে। ফলে তাদের মোট ছয় দিনের ছুটি পাওনা রয়েছে।

বিএইচপির অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জেরাল্ডাইন স্লাটারি বর্তমান ও সাবেক কর্মীদের কাছে এই সব ত্রুটির জন্য দুঃখপ্রকাশ করেছেন। আরো জানান, যতটা দ্রুত সম্ভব সংশোধন ও প্রতিকারের ব্যবস্থা নেবেন।

বিএইচপি বিশ্বের বৃহত্তম খনি সংস্থা। যাদের সদর দপ্তর মেলবোর্নে।

এই সংস্থার কর্মী সংখ্যা প্রায় ৮০ হাজার। এর মধ্যে অন্তর্ভুক্ত চুক্তিভিত্তিক কর্মীও। বিশ্বের বৃহত্তম তামার মজুদ চিলির এসকোন্ডিডা খনিসহ বিভিন্ন স্থানে এ ধরনের কর্মী রয়েছে।