Dhaka ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৬ মাসে ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা-দুদু

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭ Time View
আলমগীর হোসেন  ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
সৈরাচার সরকার পতনের এতগুলো দিন হয়ে গেলো। আপনি পারেননি চালের দাম কমাতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে আছে যাদের কর্মসংস্থানও আপনি করতে পারেননি। উপরন্তু অবনতি হয়েছে দেশের সার্বিক আইনশৃঙ্খলার। এ ৬ মাসে ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা ছাড়া আর কিছুই নেই,তাহলে রেখে কি লাভ? বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য সহনীয় রাখা, আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলা’ শীর্ষক জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ছাত্র সমন্বয়কদের সমালোচনা করে দুদু বলেন, আপনারা ছাত্ররাই যে একমাত্র গণঅভ্যুত্থান করেছেন তা কিন্তু না। ৯০ এ আমরাও গণঅভ্যুত্থান করেছি, সক্রিয় রাজনীতি করার পরও এমপি মন্ত্রী হয়েও আমরা এখনও যে গাড়িতে চড়তে পারিনি আপনারা তা করছেন। আপনারা ছাত্র সমন্বয়করা কোন চাকরী করেননা, ব্যবসা করেননা। তাহলে দুদিনেই রাজনীতিতে এসে দামী গাড়ি আর রুপায়ন টাওয়ারের ফ্লাট নেবার টাকার উৎস আপনাদের কোথায় ?
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তার মানে আপনি শিক্ষার্থীদের পক্ষে এবং আপনি নিরপেক্ষ নন। আপনি শিক্ষার্থীদের হয়ে দুই নম্বরি কারবার করলেও করতে পারেন। আপনার পদত্যাগ কিন্তু বিএনপি এখনো দাবি করেনি। দুই নম্বরি করা কিন্তু একজন নোবেল বিজয়ীর কাজ না। এতে আপনার ও আপনার সরকারের সুনাম নস্ট হয়ে যাবে।
জামায়াতসহ অন্যান্য দলের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে বিএনপির জনপ্রিয়তা অনেক। নির্বাচনে বিএনপিই ক্ষমতায় আসবে এটা দেখে তাদের সহ্য হচ্ছেনা। তবে আপনাদের জন্য বিএনপির দরজা সব সময়ের জন্য খোলা আছে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, শেখ পরিবারের উদ্দেশ্যে ১৭ বছর ধরে বলছি আর বলতে ইচ্ছা করে না। হাসিনার বাপ চোর, ভাই চোর, ছেলে মেয়ে সকলেই চোর। দেশের সম্পদ আর এমন কোন ব্যাংক নাই যে ব্যাংক থেকে এ পরিবার চুরি করেনি। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত তদন্ত চলবে এবং তাদের বিচার হবে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি নুর করিম, জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস সহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দ্রত নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবী জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৬ মাসে ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা-দুদু

Update Time : ০৬:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
আলমগীর হোসেন  ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
সৈরাচার সরকার পতনের এতগুলো দিন হয়ে গেলো। আপনি পারেননি চালের দাম কমাতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে আছে যাদের কর্মসংস্থানও আপনি করতে পারেননি। উপরন্তু অবনতি হয়েছে দেশের সার্বিক আইনশৃঙ্খলার। এ ৬ মাসে ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা ছাড়া আর কিছুই নেই,তাহলে রেখে কি লাভ? বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য সহনীয় রাখা, আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলা’ শীর্ষক জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ছাত্র সমন্বয়কদের সমালোচনা করে দুদু বলেন, আপনারা ছাত্ররাই যে একমাত্র গণঅভ্যুত্থান করেছেন তা কিন্তু না। ৯০ এ আমরাও গণঅভ্যুত্থান করেছি, সক্রিয় রাজনীতি করার পরও এমপি মন্ত্রী হয়েও আমরা এখনও যে গাড়িতে চড়তে পারিনি আপনারা তা করছেন। আপনারা ছাত্র সমন্বয়করা কোন চাকরী করেননা, ব্যবসা করেননা। তাহলে দুদিনেই রাজনীতিতে এসে দামী গাড়ি আর রুপায়ন টাওয়ারের ফ্লাট নেবার টাকার উৎস আপনাদের কোথায় ?
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তার মানে আপনি শিক্ষার্থীদের পক্ষে এবং আপনি নিরপেক্ষ নন। আপনি শিক্ষার্থীদের হয়ে দুই নম্বরি কারবার করলেও করতে পারেন। আপনার পদত্যাগ কিন্তু বিএনপি এখনো দাবি করেনি। দুই নম্বরি করা কিন্তু একজন নোবেল বিজয়ীর কাজ না। এতে আপনার ও আপনার সরকারের সুনাম নস্ট হয়ে যাবে।
জামায়াতসহ অন্যান্য দলের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে বিএনপির জনপ্রিয়তা অনেক। নির্বাচনে বিএনপিই ক্ষমতায় আসবে এটা দেখে তাদের সহ্য হচ্ছেনা। তবে আপনাদের জন্য বিএনপির দরজা সব সময়ের জন্য খোলা আছে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, শেখ পরিবারের উদ্দেশ্যে ১৭ বছর ধরে বলছি আর বলতে ইচ্ছা করে না। হাসিনার বাপ চোর, ভাই চোর, ছেলে মেয়ে সকলেই চোর। দেশের সম্পদ আর এমন কোন ব্যাংক নাই যে ব্যাংক থেকে এ পরিবার চুরি করেনি। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত তদন্ত চলবে এবং তাদের বিচার হবে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি নুর করিম, জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস সহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দ্রত নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবী জানান।