ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকার ২৫ জেলা থেকে জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করে নিয়েছিল। সেই জেলাগুলোয় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে। গাইবান্ধায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে চৌধুরী মোয়াজ্জম আহমদ নিয়োগ পেয়েছেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২০ আগস্ট গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে প্রত্যাহার করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। এরপর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উপসচিব হোসনা আফরোজা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ২০ আগস্ট ২৫ জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পদে বড় রদবদল অব্যাহত আছে।