তোফায়েল হোসেন জাকিরঃ সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কারুজ্জামান প্রধান ওরফে গাবুর আলী (৪৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সৌদিতে বাজার করে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের গাবুর আলীর বাড়িতে দেখা গেছে স্বজনদের আহাজারি। এ ঘটনায় পুরো এলাকায় শুরু হয়েছে শোকের মাতম। নিহত গাবুর আলী ওই গ্রামের তারা মিয়া প্রধানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে নিহতের ভাতিজা বিপ্লব প্রধান বলেন, গাবুর আলী জীবিকার তাগিদে প্রায় দেড় বছর আগে সৌদিতে (বিদেশ) গেছেন। সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এরই মধ্যে রোববার সৌদিতে বাজার করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে একটি যানবাহনের ধাক্কায় গাবুর আলী নিহত হয়। তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ব্যাপারে জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ জানান, সৌদির সড়ক দুর্ঘটনায় পাতিল্যাকুড়ার গাবুর আলী নামের একজন নিহতের ঘটনা তিনি শুনেছেন।
আপনার মতামত লিখুন :