
সুন্দরগঞ্জ সংবাদদাতাঃ “দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে নাবিহা যুব নারী কল্যাণ সংস্থা নারীসমাজকে কর্মমূখী করার নিমিত্তে উপজেলা যুবউন্নয়নের সহযোগীতায় ৭ দিন ব্যাপি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের আয়োজন করে।
রোববার বিকালে উপজেলার পাঁচপীর বাজারস্থ এসএএস এর হলরুমে ৭ দিন ব্যাপি এ প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর আহমেদ লস্কর। এ সময় উপস্থিত ছিলেন এসএএস এর নির্বাহী পরিচালক এ বি এম নূরুল আখতার মজনু, সাংবাদিক আঃ মতিন সরকার,নাবিহা যুব নারী কল্যাণ সংস্থার সভাপতি মোছাঃ স্বপ্না বেগম,সাধারণ সম্পাদক মোছাঃ নাছিমা আক্তার লিপি, ,যুবমাঠ কর্মী আহসান উল আলম,আলমগীর হোসেন,প্রশিক্ষক মোছাঃ ববিতা বেগম প্রমূখ। এতে ৩০ জন বেকার নারী ব্লক ও বাটিক প্রিন্ট বিষয়ে প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।