
স্টাফ রিপোর্ট ঃ শীতের তীব্র কষ্ট লাঘবে ‘পুষ্মকলি শীত উৎসব ২০২৪’-এর অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘সম্ভাবনা’।
গতকাল শুক্রবার বেলকা ইউনিয়নের মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা’ শীতবস্ত্র বিতরণ করে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ (জঈই)’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার, প্যান্ট এবং মোজা বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, ক্রিকেট সংগঠক ও প্রশিক্ষক নারী ক্রিকেটার আরিফা জাহান বীথি, ক্রিকেটার হালিমা আক্তার, শানু আক্তার, সাখাওয়াত হোসেন, আরসিবির উপদেষ্টা ফেরদৌস সরকার, মোফাখখারুল মান্নান, রফিকুল ইসলাম, মনজুরুল মান্নান, সাংবাদিক সুদীপ্ত শামীম, আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকার, সাবেক সভাপতি হুমায়ুন কবির, আরসিবির সাংগঠনিক মোছাদ্দেক সরকার মুহিত, আরসিবি সদস্য জিএম মাহদী।