
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন করা হয়। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান সরকার।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হাসান নয়া মিয়া, বাংলাদেশ গার্মেন্টস ওনার্স অ্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নওশের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান ও উপজেলা আদর্শ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আহমেদ।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী সাধারণ সম্পাদক ইছা মোঃ আব্দুর রশিদ, নির্বাহী পরিষদ সদস্য খিজির উদ্দিন, আব্দুল ওয়াহাব, নুর আলম সরকার, ফারুক হোসেন, রোকনুজ্জামান সরকার, মমিনুল ইসলাম, রাশিদুল ইসলাম রাঙ্গা, মাহবুবুর রহমান প্রমুখ।
শেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।