
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার শান্তিরাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।এসময় শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার বিপ্লব হাসান মদিনা, শান্তিরাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম মাহফুজার রহমান লেলিন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পরেশ চন্দ্র চৌহানসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির মাধ্যমে শান্তিরাম ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৪ হাজার ৬৫৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের এ খাদ্য সহায়তা দরিদ্র ও অসহায় পরিবারের জন্য অনেক সহায়ক হবে। আমরা প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি।