
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে নালিশী জমিতে গাছের চারা রোপণ করার অভিযোগ পাওয়া গেছে মোঃ সাজেদুল ইসলাম (৫৮) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।
আদালতের আদেশ অমান্যকারীর মোঃ সাজেদুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটী গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে।
অভিযোগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নালিশী জমিটি ২০১৪ সালে ক্রয় করেন দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে মোঃ হাফিজুর রহমান ও তাঁর স্ত্রী মোছাঃ আয়শা খাতুন। জমির পরিমাণ ২০ শতাংশ। সেই থেকে ভোগদখল করে আসছেন তাঁরা। গেলো বছরের ৫ আগস্টের পরে এসে হঠাৎ ওই জমির মালিকানা দাবি করে আদালতের আশ্রয় নেন মোঃ সাজেদুল ইসলাম। তদন্তে মিথ্যা প্রমাণিত হলে আদালত তাঁর বিরুদ্ধে সিদ্ধান্ত দেন। এরপর জেলা আদালতে আবারও মামলা দায়ের করেন মোঃ সাজেদুল ইসলাম। এম আর মামলা নং ১৪৯/২০২৫() ও ধারা ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ। এতে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী ২ জুন। নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে ততদিন নালিশী ওই জমিতে দাঙ্গা-হাঙ্গামা বা বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাপারে সতর্ক করেন আদালত উভয় পক্ষকে। আদালতের আদেশের অপেক্ষায় আছেন মোঃ হাফিজুর রহমান ও তাঁর স্ত্রী। কিন্তু আদালতের আদেশ অমান্য করেছন মোঃ সাজেদুল ইসলাম। তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করতে আদালতের নির্দেশ অমান্য করে গত ৬ এপ্রিল রাতের আঁধারে নালিশী ওই জমিতে গাছের চারা রোপণ করেন। এতে করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে কথা হয় থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাকিম আজাদ এর সাথে। তিনি বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পুলিশ ব্যাপক তৎপর আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মোঃ আবদুল হাকিম আজাদ।