
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে গেছে। এতে আসবাবপত্র, ধান-চাল, বাদামসহ মূল্যবান সম্পদ ভস্মীভূত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের হারুন অর রশিদ হারুনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত হারুন অর রশিদ হারুন ওই গ্রামের হাসানুর রহমান হাসুর ছেলে।স্থানীয়রা জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে ধোঁয়া উঠতে দেখা গেলেও বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং একে একে ঘরগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে।
স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও প্রচণ্ড তাপের কারণে কাছাকাছি যেতে পারেনি। আগুনের লেলিহান শিখার সামনে সবাই অসহায় হয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরের আসবাবপত্র, ধান-চাল, বাদামসহ মূল্যবান সম্পদ কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগুনে তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।