
সুন্দরগঞ্জ সংবাদদাতা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনজু মিয়া নামের এক কৃষকের ২০ শতক জমির বোরো ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কৃষক মনজু মিয়া উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর স্থানীয় প্রদীপ চন্দ্র বর্মনের কাছ থেকে মঞ্জু মিয়া পার্শ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে ২০ শতক জমি ক্রয় করেন। সে সময় থেকে ওই জমি চাষাবাদ করে ভোগদখল করে আসছিলেন। সে মোতাবেক মনজু মিয়া ওই জমিতে বোরো ধানের চারা রোপণ করেন। এদিকে, একই গ্রামের মনজু মিয়ার প্রতিবেশী আবু মোহাম্মদ (৫৫), তার ছেলে নাজমুল হক (২৫), পুত্রবধূ আলোমতি (২৪), আবু বক্কর (৫০), তার ছেলে সুজন মিয়া (২১) ও স্ত্রী শাহিনুর বেগম (৪৫) ওই জমিটি নিজেদের দাবি করে গত শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে পরিকল্পিতভাবে ওই জমির ধানের চারা উপড়ে ফেলেন।
ভুক্তভোগী মনজু মিয়া বলেন, ‘জমিটি ক্রয় করে ভোগদখল করছি। এ মৌসুমে বোরো ধানের চারা রোপণ করা হলে প্রতিপক্ষ আমাদের ক্ষতি করতে ধানের চারা উপড়ে ফেলেছে। তাই বিচারের আশায় থানায় অভিযোগ করেছি।’
ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’