প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৫:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ১১:২৫ এ.এম
সুন্দরগঞ্জে বোনের বিয়েতে ভাইয়ের আত্মহত্যা
![]()
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে কাকাত বোনের অন্যত্রে বিয়ে দেয়ায় নিজের শয়নঘরে গলায় মায়ের পরিধেয় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে জেঠাত ভাই দীপন চন্দ্র রায় (১৭)।
জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
দীপন চন্দ্র রায় ঐ গ্রামের দিলীপ চন্দ্র রায়ের ছেলে।
এসময় দীপনের কাকা নিখিল চন্দ্র রায়ের মেয়ের বিয়ে অনুষ্ঠানে পারিবারিকভাবে সবাই অংশ গ্রহণ করেন। এ সুযোগে দীপন চন্দ্র সবার অলক্ষে নিজের শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় মায়ের পরিধেয় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে।
থানার এসআই রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সকালে সবাই মিলে দীপনের কাকাত বোনের বিয়ে অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। এরই ফাঁকে দীপন আত্মহত্যা করে। তার কাকা নিখিল চন্দ্র রায় মেয়েকে অন্যত্রে বিয়ে দেয়ায় নিজেকে পরাজিত ভেবে দীপন আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানান।
থানা পুলিশ পরিদর্শক (ওসি- তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দীপনের বাবা দিলীপ চন্দ্র রায় ইউডি মামলা করেছেন।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার