
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ডিগ্রী কলেজের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
জানা যায়, গতকাল রোববার উপজেলার বেলকা ডিগ্রী কলেজের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও উপজেলা সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, অধ্যক্ষ দিদারুল ইসলাম মন্ডল, কলেজের উপাধ্যক্ষ রুহুল কুদ্দুছ বসুনীযা, শিক্ষা প্রকৌশল বিভাগের গাইবান্ধা জেলার সহকারী প্রকৌশলী অনিত কুমার রায়, উপসহকারী প্রকৌশলী শাহজাহান সরকার, ঠিকাদার আব্দুল আহাদ, স্থানীয় সুধীজন ও কলেজের শিক্ষক মন্ডলী। সহকারী প্রকৌশলী জানান, কলেজের চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তি দেয়া হয়। কিন্তু একতলা ভবনের জন্য বরাদ্দ পাওয়ায টেন্ডার আহবান করা হয়। এ ভবন নির্মাণে ব্যয় হবে ১ কোটি ১৮ লাখ টাকা। মেসার্স আব্দুল আহাদ ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনের নির্মাণ কাজ করছেন।