Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বসতবাড়িতে অনুপ্রবেশ করে নিজের বলে দাবী

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৩০ Time View

সুন্দরগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন বসতবাড়িতে অনুপ্রবেশ করে এখন নিজের বলে দাবী করছেন জনৈক আসাদুজ্জান গং।
জানা যায়, উপজেলার ধুমাইটারী মৌজাস্থ পাকা রাস্তা সংলগ্ন নিজ স্বত্ব-দখলীয় জমিতে বসতবাড়ি নির্মাণ করতে থাকেন মৃত সোলায়মান হোসেন খন্দকারের ওয়ারিশগণ। তাঁরা আগে থেকেই টিনসেড ঘর উঠিয়ে বসবাস করে আসছিলেন। মানসম্মত বসবাস উপযোগী ঘর নির্মাণের জন্য প্রস্তুতি নিলে প্রতিপক্ষ আসাদুজ্জামান গং নির্মাণাধীন ঐ বসতবাড়িতে অনুপ্রবেশ করে এখন বাড়িটি নিজের বলে দাবী করছেন। একটি বন্টননামা দলিল মোতাবেক সোলায়মান হোসেনের প্রাপ্য ৫৯ শতক জমিতে তার ওয়ারিশগণ স্বত্ববান ও দখলকার রয়েছেন। এদিকে, জনৈক আব্দুল মতিনের প্রাপ্যতা ১১ শতকের স্থলে ৬০ শতক জমির একটি দলিল দেখিয়ে কথিত গ্রহীতা আসাদুজ্জামান গং প্রভাব খাটিয়ে ১ একর ৬১ শতক জমির মূল মালিক পক্ষকে উচ্ছেদ করে দেয়ার পায়তারা করছেন। শুধু তাই না, অনুপ্রবেশকারীরা ঐ বাড়িটি এখন নিজের বলে দাবী করে নানাভাবে হয়রাণীও করছেন বলে মৃত সোলায়মানের উত্তরসূরীগণ অভিযোগ করেন। এনিয়ে উভয় পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে মোবাইলফোনে আসাদুজ্জামান জানান, গত কয়েক দিন হলো তার সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) আখেরুজ্জামান সোলায়মানের ওয়ারিশদের বালু ভরাট করা জায়গায় ঘর সরিয়ে নেনন। তিনি রংপুরের পীরগাছা উপজেলার দিগটারী গ্রামের বাসিন্দা। তিনি আরো বলেন, তার সম্বন্ধীর ভাল নাম আসাদুজ্জামান। কিন্তু, মামালায় ব্যবহৃত হয়েছে যে মোবাইল নম্বর, সেটা আমার। এ বলে সংযোগ বিচ্ছিন্ন করে আর ফোনকল রিসিভ্ড করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সুন্দরগঞ্জে বসতবাড়িতে অনুপ্রবেশ করে নিজের বলে দাবী

Update Time : ০৭:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

সুন্দরগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন বসতবাড়িতে অনুপ্রবেশ করে এখন নিজের বলে দাবী করছেন জনৈক আসাদুজ্জান গং।
জানা যায়, উপজেলার ধুমাইটারী মৌজাস্থ পাকা রাস্তা সংলগ্ন নিজ স্বত্ব-দখলীয় জমিতে বসতবাড়ি নির্মাণ করতে থাকেন মৃত সোলায়মান হোসেন খন্দকারের ওয়ারিশগণ। তাঁরা আগে থেকেই টিনসেড ঘর উঠিয়ে বসবাস করে আসছিলেন। মানসম্মত বসবাস উপযোগী ঘর নির্মাণের জন্য প্রস্তুতি নিলে প্রতিপক্ষ আসাদুজ্জামান গং নির্মাণাধীন ঐ বসতবাড়িতে অনুপ্রবেশ করে এখন বাড়িটি নিজের বলে দাবী করছেন। একটি বন্টননামা দলিল মোতাবেক সোলায়মান হোসেনের প্রাপ্য ৫৯ শতক জমিতে তার ওয়ারিশগণ স্বত্ববান ও দখলকার রয়েছেন। এদিকে, জনৈক আব্দুল মতিনের প্রাপ্যতা ১১ শতকের স্থলে ৬০ শতক জমির একটি দলিল দেখিয়ে কথিত গ্রহীতা আসাদুজ্জামান গং প্রভাব খাটিয়ে ১ একর ৬১ শতক জমির মূল মালিক পক্ষকে উচ্ছেদ করে দেয়ার পায়তারা করছেন। শুধু তাই না, অনুপ্রবেশকারীরা ঐ বাড়িটি এখন নিজের বলে দাবী করে নানাভাবে হয়রাণীও করছেন বলে মৃত সোলায়মানের উত্তরসূরীগণ অভিযোগ করেন। এনিয়ে উভয় পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে মোবাইলফোনে আসাদুজ্জামান জানান, গত কয়েক দিন হলো তার সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) আখেরুজ্জামান সোলায়মানের ওয়ারিশদের বালু ভরাট করা জায়গায় ঘর সরিয়ে নেনন। তিনি রংপুরের পীরগাছা উপজেলার দিগটারী গ্রামের বাসিন্দা। তিনি আরো বলেন, তার সম্বন্ধীর ভাল নাম আসাদুজ্জামান। কিন্তু, মামালায় ব্যবহৃত হয়েছে যে মোবাইল নম্বর, সেটা আমার। এ বলে সংযোগ বিচ্ছিন্ন করে আর ফোনকল রিসিভ্ড করেননি।