
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় আরএমটিপি “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক” ফার্ম মেকানাইজেশন ( অ্যারেটর) এর মাধ্যমে উচ্চ মূল্যের মাছ প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের জন্য মাঠ দিবস বজরা হলদিয়া গ্রামের মিজানুর রহমানের মৎস্য খামার এলাকায় অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং স্থানীয় উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে মাঠ দিবসের আলোচনা সভা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মোছাঃ সুমিতা খাতুন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসকেএস আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মোকলেছুর রহমান, সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান আকন্দ, বিশিষ্ট সাংবাদিক শাহজাহান মিঞা, গাইবান্ধা যুব প্রশিক্ষন কেন্দ্র প্রশিক্ষক (মৎস্য) মোঃ রুহুল আমিন, এভিসিএফ মোঃ হাসান আলী, খামারী মোঃ লাল মিয়া, খামারী ও উদ্যােক্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।