
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয় স্কাউটস্ দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল সকাল ১০ টার দিকে বাংলাদেশ জাতীয় স্কাউটস্ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানের শুরুতে পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি। এতে উপজেলা জামায়াতের আমীর মোঃ শহিদুল ইসলাম মনজু, সাবেক পৌর মেয়র মোঃ নুরুন্নবী প্রামাণিক সাজু ও পৌর জামায়াতের আমীর মোঃ একরামুল হক অংশ নেন। পরে উপজেলা প্রশাসন সম্মেলকক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ মাহফুজার রহমান লেলিন।
উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল আলমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন উপজেলা স্কাউটস সহসভাপতি মোঃ শাহজাহান মিঞা, সহকারী কমিশনার মোঃ নজরুল ইসলাম, মোঃ আহসান হাবিব, লিডার ট্রেইনার প্রতিনিধি মোছাঃ জিন্নাতুন ফেরদৌস, ট্রেজারার এসএম রাশেদুল আখতার, অডিড টিম সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদ, গ্রুপ কমিটির সভাপতি শিউলি রাণী সরকার ও স্কাউট লিডার মোঃ আব্দুর রহিম প্রমুখ। পরে কেক কাটা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।