
গোলজার রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফুফাতো ভাবীর সাথে সব সময় কথাবার্তার জের ধরে চন্ডিপুর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জসিম মিয়া (১৬) নামের এক যুবক খুন হয়েছে। এঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ফুফাতো ভাই সামরুজ্জামান (৩০) ও তার স্ত্রী লাভলী বেগম (২৩)। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত গভীর রাতে চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজারের পূর্ব পাশে^র্ রবি টাওয়ারের নিকট। খুন হওয়া যুবক জসিম মিয়া ওই ইউনিয়নের জয়বাংলা (মালভাঙ্গা) গ্রামের মো: ছালাম মিয়ার ছেলে।
জসিমের মা জেলেখা বেগম ও পিতা ছালাম মিয়া জানান, পাশ^বর্তী বাড়ির বোনের ছেলে সামরুজ্জামানের স্ত্রী লাভলী বেগমের সাথে সে সব সময় কথাবার্তা বলতো। এতে স্বামী সামরুজ্জামান তার স্ত্রীর সাথে জসিমের অবৈধ সম্পর্ক আছে বলে সন্দেহ করে তাকে প্রায়:শই প্রাণ নাশের হুকমি দিয়ে আসছিলো। গত বুধবার জসিম নানার বাড়িতে রাত্রি যাপনের কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে তারা জানতে পারেন ছেলে সেখানে যায়নি। এতে করে রাতভর তারা ছেলেকে খোজাখুজির পর্যায়ে গতকাল বৃহস্পতিবার সকালে জানতে পারেন তাদের ছেলেকে গলায় কাপড় পেঁচিয়ে ও মুখে বালু ঢুকে দিয়ে খুন করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। পরে খবর পেয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ফুফাতো ভাই সামরুজ্জামান ও তার স্ত্রী লাভলী বেগমকে আটক করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হাকিম আজাদ ঘটনাটি নিশ্চিত করে জানান লাশ মর্গে পাঠানো হয়েছে ও হত্যা মামলার প্রস্তুতি চলেছে।