
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে দাদন ব্যবসায়ীর হুমকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন এক পরিবার। পাওনা টাকার অজুহাতে মোকলেছার রহমানের (৫৯) মোটরসাইকেল আটক করে টাকা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজন দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে।
ভুক্তভোগী মোকলেছার রহমান উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের মৃত বাবর উদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি পেশায় সমাজসেবা অফিসের নৈশ প্রহরী। চাকুরির কারণে পরিবার নিয়ে তিনি গাইবান্ধায় থাকেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোকলেছার রহমানের ছেলে ছাইদ হাসান (২৬) প্রায় ১০/১২ দিন ধরে নিখোঁজ। এরই মধ্যে ২১ জানুয়ারি রাত ৯টার দিকে মোকলেছার রহমান ও তার স্ত্রী সালেহা বেগম মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের ফারুকের মোড়ে একদল ব্যক্তি তাদের গতিরোধ করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় দাদন ব্যবসায়ী মিজানুর রহমান (৩৫), মুর্শিদ আলম (৪০), মোনারুল ইসলামসহ (৩০) আরও ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তি তাদেরকে থামিয়ে ৭০ হাজার টাকা দাবি করেন। তারা জানান, মোকলেছার রহমানের নিখোঁজ হওয়া ছেলে ছাইদ হাসানের কাছে তাদের টাকা পাওনা রয়েছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক মোকলেছুর রহমানের মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্তরা এখনও টাকা দাবি করে যাচ্ছে।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, তারা টাকা না পেলে মারধর করবে, প্রাণনাশ করবে এবং পুনরায় মোটরসাইকেল ছিনিয়ে নেবে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, পাশাপাশি আতঙ্কের কারণে মোকলেছার রহমানের চাকরিতেও সমস্যা হচ্ছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।