
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার দিবাকর বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ সেলিম রেজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুল ইসলাম , সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশিকুর রহমান, সোনারহাট দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী সুপার ও সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম প্রমুখ। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ শনিবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ৩৬১টি কেন্দ্রে ৭২২ জন স্বেচ্ছাসেবক ৭৬ হাজার ১১ জন শিশুকে জাতীয় ভিটামিন’এ’ক্যাপসুল খাওয়ানাে হবে।