
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতমঙ্গলবার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের পঞ্চানন্দ আর ইউ দ্বিমুখী দাখিল মাদরাসা মাঠে স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাজেদুর রহমান সরকার।
সুন্দরগঞ্জ সদর দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও রংপুর মহানগরের সাবেক সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মঞ্জু, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ।
স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের সভাপতি শাহিন সরকারের সঞ্চালনায় বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন তালুক বেলকা জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম শামীম। পাঠাগারের ভূমিকা ও ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন সদর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, আর্থসামাজিক ভারসাম্য রক্ষায় যাকাতের গুরুত্ব তুলে ধরেন দক্ষিণ তালুক বেলকা জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ।
বক্তারা বলেন, বদর দিবস শুধু একটি যুদ্ধের ইতিহাস নয়, এটি আত্মত্যাগ, সাহস ও ঈমানের পরীক্ষার প্রতীক। বদরের চেতনা আমাদের ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। যদি আমরা বদরের শিক্ষায় উজ্জীবিত হই, তবে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করা সম্ভব।
তারা আরও বলেন, স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি নৈতিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের বিকাশের কেন্দ্র। সঠিক জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সভাপতি, শিক্ষার্থী, ইসলামপ্রেমী জনগণ ও পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ইফতার বিতরণ করা হয়।