
সুন্দরগঞ্জ সংবাদদাতাঃ সুন্দরগঞ্জ উপজেলায় ১০টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্য ৮১ জন। এর মধ্যে এসএসসি ৩১ জন, দাখিল ৪৪ জন ও ভোকেশনাল ৬ জন। মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৯০০জন। এর মধ্যে এসএসসি ৪ হাজার ৫৭৫ জন, দাখিল ৮৮৪ জন এবং ভোকেশনাল ৩৩১ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা কেন্দ্র বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ে অনুপস্থিত ৭ জন, শিবরাম স্কুল এন্ড কলেজে ৩ জন, পাঁচগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ জন, কাটগড়া উচ্চ বিদ্যালয়ে ৫ জন, ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয়ে ৩ জন, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৪ জন, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন, দাখিল পরীক্ষা কেন্দ্র ধুমাটারি সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় ২৫ জন, বোয়ালী সিনিয়র মাদ্রাসায় ১৯ জন, ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র পাঁচগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ে ৩ জন এবং এসআইডি ভোকেশনাল স্কুলে ৩ জন। পরীক্ষা কেন্দ্র সমুহের সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ^াস বলেন, সুষ্ঠু ও মনোরম পরিবেশে পরীক্ষা কেন্দ্র সমুহে প্রথমদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।