Dhaka ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত, আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ২৮ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে বিএনপি ও যুবদলের ছয় নেতাকর্মী আহত হয়েছেন।
গত শনিবার রাতে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মণ্ডলের হাটে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গোলাম কিবরিয়া মির্জার অবস্থা গুরুতর হওয়ায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম মন্ডলের হাটে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাবুর ওষুধের দোকানের সামনে বসার জন্য রাখা বেঞ্চে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে শফিকুল ও বাবুর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাবুর ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম ও অপর সহ-সভাপতি মঞ্জুরুল ইসলামসহ কয়েকজন শফিকুল ইসলামের ওপর হামলা চালান।
যানজটের মুখে পড়ে শফিকুল পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়। খবর পেয়ে শফিকুলকে রক্ষায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
আহতরা হলেন—ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মির্জা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলম মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব।
ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বাবুর দোকান ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে নাজমুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম ও বাঁধন নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর মন্ডল বলেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয় বরং আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়েরা পরিকল্পিতভাবেই আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। এতে আমাদের ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, বসার বেঞ্চে মোটরসাইকেল ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে এই মারামারির সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। উভয় পক্ষের রাজনৈতিক পরিচয় থাকলেও ঘটনাটি রাজনৈতিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সুন্দরগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত, আটক ৩

Update Time : ০৮:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে বিএনপি ও যুবদলের ছয় নেতাকর্মী আহত হয়েছেন।
গত শনিবার রাতে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মণ্ডলের হাটে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গোলাম কিবরিয়া মির্জার অবস্থা গুরুতর হওয়ায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম মন্ডলের হাটে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাবুর ওষুধের দোকানের সামনে বসার জন্য রাখা বেঞ্চে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে শফিকুল ও বাবুর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাবুর ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম ও অপর সহ-সভাপতি মঞ্জুরুল ইসলামসহ কয়েকজন শফিকুল ইসলামের ওপর হামলা চালান।
যানজটের মুখে পড়ে শফিকুল পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়। খবর পেয়ে শফিকুলকে রক্ষায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
আহতরা হলেন—ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মির্জা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলম মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব।
ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বাবুর দোকান ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে নাজমুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম ও বাঁধন নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর মন্ডল বলেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয় বরং আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়েরা পরিকল্পিতভাবেই আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। এতে আমাদের ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, বসার বেঞ্চে মোটরসাইকেল ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে এই মারামারির সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। উভয় পক্ষের রাজনৈতিক পরিচয় থাকলেও ঘটনাটি রাজনৈতিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।