
সুন্দরগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে রমজান উপলক্ষে অর্ধশতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হাব’র উদ্যোগে এই মানবিক কার্যক্রমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, ডাল, আলু, পিঁয়াজ, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। উপহার পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি।এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, দহবন্দ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান, আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হাবের গাইবান্ধা প্রতিনিধি আহমাদ সালমান, সমাজসেবক ইদ্রিস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হাবের গাইবান্ধা প্রতিনিধি আহমাদ সালমান বলেন, ‘প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় আমরা এ উদ্যোগ নিয়েছি, যাতে সমাজের অসহায় মানুষরা রমজান ও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। আমরা চাই কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে।