
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে শান্তিরাম গ্রামে
মামলা দিয়ে পুরুষ শূন্য পরিবারের জমি-জমা জবর দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশি রফিকুলসহ তার পরিবারের উপর।
সরেজমিনে দেখা গেছে, জমি-জমা নিয়ে আব্দুল মজিদের সাথে প্রতিবেশি রফিকুল ও তার পরিবারের বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে।
এরই সূত্র ধরে গত ১৬ মার্চ দুপুরে জগড়া-বিবাদ বাধলে রফিকুলের মা ছবিরান বেগম (৬৫) দীর্ঘ দিন থেকে শ্বাসকষ্ট ও উচ্চ রক্ত চাপের রোগী হওয়া স্বত্বেও ঘটনা স্থলে আসে ঝগড়া থামাতে। কিন্তু সেখানে ছবিরন বেগম অসুস্থ পড়েন।
পল্লী চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। রফিকুল তার মা ছবিরান বেগমকে প্রথমে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন ১৭ মার্চ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছবিরানের মৃত্যুর সুযোগে রফিকুল ও তার পরিবারের লোকজনসহ দলবল নিয়ে আব্দুল মজিদের বাড়িঘর ভাংচুর করে এবং তাদেরকে ঘরে অবরুদ্ধ করে রাখে। পরে বিবাদী আব্দুল মজিদ পুলিশকে খবর দিলে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অভিযোগ তদন্ত না করেই হত্যা মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন সুন্দরগঞ্জ থানা পুলিশ। এরপর থেকে বিবাদীর পরিবার ও বাড়ি-ঘর পুলিশ পাহাড়ায় ছিল। কর্তব্যরত পুলিশ চলে গেলে রফিকুল তার লোকজন নিয়ে মজিদের জমি জবর দখল করে ঘর বাড়ি স্থানীয় কাঠ মিস্ত্রি দ্বারা নির্মাণ করেন।
স্থানীয়রা জানান, রফিকুলদের সাথে আব্দুল মজিদের জমি নিয়ে আদালতে মামাল বিচারাধীন চলছে। বিষয়টি নিয়ে মারামারি হয়েছে। একজন মারাও গিয়েছে। আজকে আবার রফিকুল তাদের লোকজন নিয়ে মজিদ চেয়ারম্যানের উঠানে ঘর বাড়ি তুলছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বিষয় নিশ্চিত করে বলেন, জমি নিয়ে সিভিল মামলা চলমান, এটি কোর্টের বিষয়। রফিকুলের বড় ভাই রফিক মিয়া বলেন, আমাদের জমিতে আমরা ঘর তুলতেছি, এখানে তো কোন দ্বন্দ্ব নেই।