
স্টাফ রিপোর্টঃ “প্রতিবেশিকে ফাঁসাতে হত্যা মামলা দায়ের, পুলিশি পাহাড়ায় বিবাদী পরিবার” এমন ঘটনা ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তরাম গ্রামে। বর্তমানে পুলিশি পাহাড়ায় রয়েছে পরিবারগুলো। তবে পুরুষ শুন্য পরিবার হওয়ায় আতঙ্কে দিনানিপাত করছেন বিবাদীর স্বজনরা।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম গং এর সাথে দীর্ঘদিন থেকে আব্দুল মজিদ (সাবেক ইউপি চেয়ারম্যান) গংদের জমি -জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে গত ১৬ মার্চ বিকেল সাড়ে ৫ টার দিকে রফিকুলের জ্যাঠাতো ভাই জাহিদুলের ঝগড়া হয়। বাদির মা ছবিরান বেগম (৬৫) ঝগড়া নিষেধ করলে পূর্বের শত্রুতার জের ধরে আব্দুল মজিদের হাতে থাকা লোহার রডের আঘাতে ছবিরান বেগম অসুস্থ হয়ে পড়েন। পরবতীতে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার্ড করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। গত ১৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ছবিরান বেগমের মৃত্যু হয়।
সরেজমিনে জানা যায়, আব্দুল মজিদ গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি- জমা নিয়ে রফিকুল গংদের বিরোধ চলছিল। এরই সুত্র ধরে গত ১৬ মার্চ দুপুরে ঝগড়া – বিবাদ হলে পরে তা মিটে যায়। বয়স্ক ছবিরান বেগম দীর্ঘ দিন থেকে শ্বাসকষ্ট ও উচ্চ রক্ত চাপে ভুগছিলেন। বিকাল অনুমানিক ৫ টার দিকে উচ্চ রক্ত বাড়লে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক হায়দার আলীকে বাড়িতে ডাকেন, অসুস্থ্য ছবিরান বেগমের পেসার হাই এবং শ^াসকষ্ট থাকায় তিনি সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরামর্শ দেন।
রফিকুল ইসলাম তার মাকে নিয়ে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করালে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবিরান মারা যান। মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছামাত্রই রফিকুল গং আব্দুল মজিদ গংদের বাড়ি ভাংচুর করে ও তাদেরকে রুমে অবরুদ্ধ করে রাখে। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ সংবাদ পেলে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে বিবাদী পরিবার ও বাড়ি -ঘর পুলিশ পাহাড়ায় আছে। পুলিশ চলে গেলে, যে কোন সময় বাদি পরিবার বিবাদির বাড়ি ঘর ভাংচুর, গরু ছাগল, আসবাবপত্র, ব্যবহৃত যানবাহন (মটরসাইকেল) ও প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করতে পারে এমটা শঙ্কা বিবাদী পরিবারের।
পল্লী চিকিৎসক হয়দার আলী বলেন, বিকাল আনুমানিক পাঁচটার দিকে রফিকুলের মার অসুস্থের সংবাদ পেয়ে আমি তাদের বাড়িতে যাই, গিয়ে দেখি ছবিরান বেগমের প্রচুর শ্বাস কষ্ট ও হাই পেসার।আমি শ্বাস কষ্টের কারণে হাইপেসারের চিকিৎসা না দিয়ে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেই।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ্যাপারে তদন্ত চলমান আছে।