Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক হুইপ গিনি গ্রেপ্তার তিন দিনের রিমান্ডে

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, “ঢাকার সাভার থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি মাহবুব আরা বেগম গিনি। এ মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।” এরপর তাকে আদালতে তোলা হলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানা ৩ দিনের রিমান্ড মনজুর করে।।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ প্রায় ৫০ জন এখন কারাগারে রয়েছেন। এরমধ্যে সবশেষ সাবেক সংসদ সদস্য গিনিকে গ্রেপ্তারের খবর এল।
নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান গিনি। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি।
দশম জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান তখনকার এ সংসদ সদস্য। গাইবান্ধা সদর থানায় একাধিক মামলা রয়েছে সাবেক এমপি গিনির নামে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাবেক হুইপ গিনি গ্রেপ্তার তিন দিনের রিমান্ডে

Update Time : ০৪:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, “ঢাকার সাভার থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি মাহবুব আরা বেগম গিনি। এ মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।” এরপর তাকে আদালতে তোলা হলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানা ৩ দিনের রিমান্ড মনজুর করে।।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ প্রায় ৫০ জন এখন কারাগারে রয়েছেন। এরমধ্যে সবশেষ সাবেক সংসদ সদস্য গিনিকে গ্রেপ্তারের খবর এল।
নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান গিনি। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি।
দশম জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান তখনকার এ সংসদ সদস্য। গাইবান্ধা সদর থানায় একাধিক মামলা রয়েছে সাবেক এমপি গিনির নামে।