
গাইবান্ধা সংবাদদাতা
২১ ফেব্রুয়ারি শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক গাইবান্ধার খবরের ২০ বছর পূর্তি অনুষ্ঠান স্থানীয় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পত্রিকার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ব্যাংকার খায়রুল আমিন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন পত্রিকার প্রকাশক স¤পাদক ও দৈনিক সংগ্রামের গাইবান্ধা জেলা প্রতিনিধি খন্দকার শাহ মো: জোবায়ের আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের জেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম সরকার।
আরো বক্তব্য দেন দৈনিক মধুকরের স¤পাদক কেএম রেজাউল হক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, শহর জামায়াতের আমীর একেএম অধ্যাপক ফেরদৌস আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, পত্রিকার সহকারী স¤পাদক সাইদুর রহমান ও নজরুল হক মঞ্জু প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাপ্তাহিক গাইবান্ধার খবর গাইবান্ধার মাটি ও মানুষের কথা বলে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আরো জনপ্রিয়তা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আরো জনপ্রিয়তা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। সভায় বর্ধিত কলোবরে বিশেষ সংখ্যা প্রকাশিত হওয়ায় পত্রিকার ফিতা কেটে মোড়ক উন্মোচন করেন সভায় উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার নির্বাহী স¤পাদক সৈয়দ রোকনুজ্জামান ।