
স্টাফ রিপোর্ট ঃ মহা উৎসবে গাইবান্ধার সাদুল্লাপুর শিশু উদ্যানের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পহেলা ফেব্রুয়ারী শনিবার শিশির ভেজা সকালে সাদুল্লাপুরে পাইলট হাইস্কুল মাঠে সাদুল্লাপুর শিশু উদ্যানের সভাপতি আলহাজ্ব সাচুজ্জোহা সরকার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মোশাররফ হোসেন।
সকালে এ উপলক্ষে কনকনে শীত উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্ত ভাবে মাঠে উপস্থিত হয়। এসময় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতি।
এরপর সকাল ৯টায় জাতীয় ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা মো: আনোয়ারুল ইসলাম,
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো: ফজলুল কাইয়ুম হুদা, সাদুল্লাপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি আ স ম সাজ্জাদ হোসেন পল্টন,
সাবেক ব্যাংক কর্মকর্তা মো: সাইদুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা মো: আব্দুল মান্নাফ সরকার প্রমূখ।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা সংস্কৃতিতে অনবদ্য ভুমিকা রাখায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় স্থান করে নিয়েছে।
একাডেমীক সীকৃতি পেয়ে এবছরও প্রায় সারে পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু করেছে প্রতিষ্ঠানটি।