
সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা হাইস্কুল এন্ড কলেজ মাঠে রবিবার( ৯ মার্চ)বিকালে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার জামায়াতের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে যুব বিভাগের সভাপতি সামিউল্লা সলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী,গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনিত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলার সাবেক আমীর এবং বর্তমান পেশাজীবী সংগঠনের সভাপতি বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. ইসমাইল হোসেন, মহদীপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি মতিয়ার রহমান, ইদিলপুর ইউনিয়নের সভাপতি সহকারী অধ্যাপক শফিউল আলম, বেতকাপা ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
ইফতার মাহফিলে শিক্ষক, সমাজ সেবক, রাজনীতিবিদ, ব্যবসায়ী,সাংবাদিকসহ বিভিন্ন পেশার কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।