
সাদুল্লাপুর সংবাদদাতাঃ গণঅধিকার পরিষদের গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও দলটির জেলা সহ-সভাপতি সুরুজ্জামান সরকারের পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর অস্থায়ী কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতারা। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলটির সম্ভাব্য এমপি প্রার্থী সুরুজ্জামান সরকার।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, বিশেষ অতিথি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন প্রধান খোকন, গণনেতা আমিনুর রহমান, যুবনেতা মমিনুর রহমান, শাহাদাত হোসেন রাসু, সুমন সরকার, ছাত্রনেতা শরিফুল ইসলাম, মাসুদ রানা, মনির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।
সম্ভাব্য এমপি প্রার্থী সুরুজ্জামান সরকার বলেন, জাতীয়স্বার্থে দলকে গতিশীল কল্পে প্রত্যোক ইউনিয়ন-ওয়ার্ড কমিটি গঠন করে তা নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। সেইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাড়া-মহল্লায় ট্রাক প্রতীকে নিরলসভাবে কাজ করে বিজয় নিশ্চিত করার জন্য উদাত্ত আহবান জানান তিনি।