
সংবাদদাত ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মাহিদুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন ও উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার পরামর্শ মোতাবেক এবং উপজেলা কর্ম পরিষদের সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলা শাখার সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম কে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল পর্যায়ে নেতাকর্মীদের তার সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মো.এরশাদুল হক এমন বলেন , বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের
অভিযোগের কারণেই মো. মাইদুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। জামায়াত ইসলামী কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না। কোনো সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কাজে জামায়াতের কেউ জড়িত থাকলে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।