
সাদুল্লাপুর সংবাদদাতাঃ মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ রোগ মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) খোর্দ্দকোমরপুর হাইস্কুল মাঠে যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা কৃষিবিদ সামিউর রহমান, খোর্দ্দ কোমর পুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ বি-এসসি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম, সিঃ যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু সাদুল্যাপুর উপজেলা যুবদল, মাসুদ আকন্দ যুগ্ম আহ্বায়ক সাদুল্যাপুর উপজেলা যুবদল প্রমুখ।
মাহফিলে দোওয়া পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম ।
ইফতার মাহফিল পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন যুবদল আহ্বায়ক মাসুদ কবীর রানা।