
সাদুল্লাপুর সংবাদদাতাঃ গাইবান্ধার সাদুল্লাপুরে টিসিবির পন্য পাচার কালে জাকির হোসেন নামের এক ডিলারের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এলাকাবাসী ও প্রশাসন জানায় গত দুই দিন ধরে ইউনিয়ন পরিষদের টিসিবির স্মার্ট কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রির কার্যক্রম চলছিলো।
সুযোগ বুঝে গত শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে ডিলার জাকির হোসেন, টিসিবির পন্য বিতরণ না করে ২৭৩ কেজি চাল, ৭৫ কেজি মসুরের ডাল, ৩৮ কেজি চিনি, ৭৫ কেজি তেল গোডাউন থেকে পাচার করে নিয়ে যাচ্ছিলো।এলাকাবাসী বিষয়টি বুঝতে পেয়ে উক্ত মালামাল বোঝাই ভ্যান আটক করে প্রশাসন কে খবর দেয়।
খবর পেয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী অনিক ইসলাম রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালামাল জব্দ করে ও জাকির হোসেন নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত তার ২০ হাজার টাকা জরিমানা করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, ডিলার জাকির হোসেন আমার অজান্তে ভ্যান যোগে মালামাল নিয়ে গভীর রাতে যাওয়ার পথে জনগণ তার ভ্যান আটক করে ও উপজেলা নির্বাহী অফিসার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ও মালামাল জব্দ করে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাজিস্ট্রেট ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী অনিক ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে চাল,ডাল,চিনি,তৈল সহ ৪ শত ৫৯ কেজি মালামাল জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।