
সাদুল্লাপুর সংবাদদাতাঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ স্থানীয় বিএনপির ৫ জন আহত হয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার দিন্যাপী নলডাঙ্গার শ্রীরামপুর এলাকায় উত্তেজনা দেখা গেছে। এর আগে বুধবার রাত ৮ টার দিকে মিয়ারবাজার নামকস্থানে হামলার ঘটনা ঘটে। এসময় মিজানুর রহমান, ছলিম মিয়া, দুলালী বেগমসহ মোট ৫ জন আহত হন। এরমধ্যে মিজানুর রহমান ও ছলিম মিয়াকে রংপুরে এবং দুলালী বেগমকে সাদুল্লাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি নলডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলের ভোটে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে বেলাল হোসেন নির্বাচিত হয়। এরপর ৫১ সদস্য বিশিষ্ঠ পুর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হয়। এতে সভাপতি শহিদুল ইসলাম নিজের পছন্দের সবগুলো কাউন্সিলার নিয়ে এই কমিটি গঠনের পায়তারা করছিলেন। এই নিয়ে উভয়ের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়। এরই একপর্যায়ে বুধবার রাত ৮ টার দিকে শহিদুল ইসলাম তার দলবল নিয়ে আমজাদ ও বেলালদের উপর লাঠি ও ধারলো অস্ত্রে হামলা করে। এতে আমজাদ ও বেলাল সমর্থকের মধ্যে নারীসহ ৫ জন মারাত্নক আহত হয়েছেন। এর মধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসা ও বাকি ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহিদুল ইসলামের অতর্কিত এই হামলার খবর পেয়ে ঘটনা স্থলে সেনা সদস্য ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে ওই হামলার নেতৃত্বকারী শহিদুল ইসলামকে দল থেকে বহিস্কার দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় কাউন্সিলররা।
এ বিষয়ে নলডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।