
সাদুল্লাপুর সংবাদদাতাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তারুণ্যের ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্টের আওতাধীন মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাদুল্লাপুর সরকারি কলেজে এ কর্মসূচির যৌথ আয়োজন করে ওয়াইপিএজি এবং পিএফজি। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াইপিএজি এর কো-অর্ডিনেটর আবু সুফিয়ান।
এসময় বক্তব্য রাখেন- দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, পিএফজির অন্যতম সদস্য আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, হাফিজার রহমান বাদল, আব্দুস সামাদ মধু, আল মামুন, রুহুল আমিন সরকার জুয়েল, সাংবাদিক তোফায়েল হোসেন জাকির প্রমুখ।
বক্তরা বলেন, আজকের তরুণ-তরুণীরা তাদের ভাবনায় আগামীর সুখী, সুন্দর, সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে। রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনের লক্ষ্যে সৃজনশীল চিন্তা তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনায় তাদের সক্রিয় ভূমিকা রাখা দরকার।