
সাদুল্লাপুর সংবাদদাত ঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ইসতিয়াক আহমেদ সোহানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাতে সাদুল্লাপুর শহরে মিছিলটি বের করা হয়। এসময় মশাল জ্বালিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। সেখানে ইসতিয়াক আহমেদ সোহানকে স্বপদে বহালের দাবিতে বিক্ষোভ করা হয়।
এর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সোহানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। এ সংসদের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সোহানকে বহিষ্কার সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করেন।