
তোফায়েল হোসেন জাকিরঃ নিভৃত গ্রামাঞ্চল। ঘনবসতিপুর্ণ এলাকা। মাঝ দিয়ে বয়ে গেছে নলেয়া নদী। মানুষদের নিত্যদিন চলতে হয় নদীর এপার-ওপারে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। কিন্তু সেতু নির্মাণে কথা রাখেনি কেউ। বাধ্য হয়েছে গ্রামবাসীর অর্থায়নে তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকশারাই ও চক গোবিন্দপুর এলাকার নলেয়া নদীর উপরে দৃষ্টিনন্দিত এই সাঁকোটি নির্মাণ করা হয়। এটির দৈর্ঘ্য প্রায় ১২০ ফুট।
স্থানীয়রা বলছেন, আমরা নিজ উদ্যোগে সাঁকো নির্মাণ করেছি। পরবর্তীতে সরকার যেন একটি ব্রিজ নির্মাণ করে দেন।
বুধবার দুপুরে সাঁকোটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল আমিন, আসাদুজ্জামান সরকারসহ অন্যান্যরা।