সাদুল্লাপুর প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে সাদুল্লাপুর কৃষি অফিসের আয়োজনে নিজপাড়া গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাঠ দিবসে নিজপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলামের চাষ করা লাউ এর জমি প্রদর্শন করা হয়।
মাঠ প্রদর্শন শেষে অদ্য ইউনিয়নের কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা কৃষি অফিসার মতিউল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর আঞ্চলিক প্রকল্প অফিসার ড,নজরুল ইসলাম, বিশেষ অতিথি, গাইবান্ধার অতিরিক্ত উপ পরিচালক রোস্তম আলী,ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন,ইউপি সদস্য, শাহাদাত হোসেন, আবু তালেব স্হানীয় জামায়াত নেতা,রাশেদ মন্ডল,কৃষি উপসহকারীরা বৃন্দ স্হানীয় কৃষক- কৃষাণীরা গণমাধ্যম কর্মীরা।
এ-সময় কৃষকদের উদ্দেশ্য লাউ চাষের শিখন সম্পর্কে বলেন,বিষমুক্ত সবজী চাষ করে আমাদের উৎপাদন খরচ কমাতে হবে। লতা জাতীয় ফসল লাউ চাষের ক্ষেত্রে নতুন পদ্ধতি অবলম্বন করে ফলন বৃদ্ধি করতে হবে।বাড়ির চারপাশে লাউ শিম আদা হলুদ বরবটি,ঝিঙের চাষ করে পারিবারিক চাহিদা পুরুণে পাশাপাশি এলাকায় চাহিদা মিটাতে ভুমিকা পালন করতে হবে।লাউ এর গাছ ২/৩ ফুট হলে অবশ্যই ডগা কেটে দিতে হবে। পর্যায়ক্রমে আরো দুই তিন বার ডগা কেটে দিলে স্ত্রী ফুলের আধিক্য বেশী হবে লাউ বেশী ধরবে হবে। পোকা নিধনে সেক্সুুয়েল ফাঁদ, আটা জাতীয় হলুদ কাগজ ব্যবহার করতে হবে।ফলে ভোক্তারা পাবে বিষমুক্ত সবজী। এতে করে কৃষক ও ভোক্তা উভয়ই লাভবান হবে।
শিরোনামঃ
সাদুল্লাপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
- Reporter Name
- Update Time : ০৪:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- ২৪ Time View
Tag :