
সাদুল্লাপুর সংবাদদাতাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা ও সামগ্রিক উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলা শাখা।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ছাড়াও সাধারণ জনতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধার প্রতিনিধি রাশেদুল ইসলাম জুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহবায়ক মাসুদ মিয়া, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আকাশ, জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলার প্রতিনিধি সদস্য এআর আতিক সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর প্রথম ও দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা পৃথক স্বতন্ত্র সংসদীয় আসন ছিল। মহকুমাগুলোকে জেলায় রূপান্তরের সময় ১৯৮৪ সালে বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে পাঁচটি জেলায় (নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা) ভাগ করার সময় গাইবান্ধা-৩ আসনটি গঠিত হয়। সেসময় গাইবান্ধা-৩ আসনটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত হয়। এটি জাতীয় সংসদের ৩১ নং আসন। এরপর থেকে উন্নয়নের ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার সাদুল্লাপুর উপজেলাবাসী। তাই সাদুল্লাপুর উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবি জানান বক্তারা।