আবু তাহের, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ, হলদিয়া ও সাঘাটা ইউনিয়নের ১ হাজার ৪ শত ৯২ পরিবারের মাঝে টিএমএসএসের সহযোগিতায় এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ফ্লাড (ইসিসিসিপি-ফ্লাড) প্রকল্পের আওতায় সুবিধাভোগী উপকারভোগীদের মাঝে ধান বীজ ও বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়েছে। গত সোমবার হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম আহম্মেদ তুলিপ ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) সাঘাটা অফিস চত্বরে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন। ইসিসিসিপি -ফ্লাড প্রকল্পে সুবিধাভোগী প্রতি কৃষককে ৫ কেজি করে ব্রি ধান-৫২, ২৫ কেজি ইউরিয়া সার, ১৫ কেজি টিএসপি, ১৫ কেজি এমওপি (পটাশ), ৫ কেজি জিপসাম (এসিআই), ১ কেজি ব্রোন, ১ কেজি জিঙ্ক ও ১ কেজি করে ব্রিফার (দানাদার) বিনামূল্যে সরবরাহ করা হয়। সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭ শত জন কৃষক, হলদিয়া ইউনিয়নের ৭ শত ১২ জন ও ঘুড়িদহ ইউনিয়নের ৮০ জন কৃষককে উপরোক্ত ধানবীজ ও বিভিন্ন ধরনের সারের সুবিধা দেয়া হয়। উক্ত বীজ ও সার বিতরণে সার্বিক তদারকি করেন ইসিসিসিপি ফ্লাড প্রকল্প সমন্বয়কারী মোঃ শফিউল আলম মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন টিএমএসএসের ব্রাঞ্চ ম্যানেজার তরণীকান্ত রায়, হলদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রেজাউল করিম মন্ডল, মাসুদ রানা মন্ডল, ইব্রাহিম আলী মন্ডল, ঘুড়িদহ ইউনিয়নের ইউপি সদস্য আমিনুল ইসলাম বুলবুলসহ স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অনেকেই উপস্থিত ছিলেন। সুবিধাপ্রাপ্ত কৃষকরা জানান, এই কঠিননসময়ে টিএমএসএসের সহযোহিতায় ধান বীজ ও সার পাবার কারণে আমরা সঠিক সময়ে বীজ বপন করে তা চারা হিসেবে লাগিয়ে (প্রাকৃতিক দূর্যোগ না হলে) যথাসময়ে ফসল ঘরে তুলতে পারবো।
শিরোনামঃ
সাঘাটায় ১৪৯২ কৃষকের মাঝে টিএমএসএসের সহযোগিতায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
- Reporter Name
- Update Time : ০৪:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- ১৮৬ Time View
Tag :