
সাঘাটা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বেসরকারি সংস্থা মহিলা উন্নয়ন কর্মসূচী (ডব্লিউএফপি) এর আয়োজনে এসকেএস ও ফেনসা এর সহায়তায় সিডব্লিউআইএস প্রমোশন বিষয়য় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন ভরতখালী হলরুমে স্থানীয় নেটওয়ার্কের মাধ্যেমে এসডিজি-৬ অর্জন নারী ফোরামের সদস্য, শিক্ষক, ইউপির সদস্য, এনজিও প্রতিনিধি, উপজেলা আনসার ভিডিপির অফিসার, উপজেলা তথ্য কর্মকর্তা. স্বাস্থ্য কর্মীগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ডিপিএইচই ঢাকা এর প্রশিক্ষক সঞ্জয় মুখার্জি সহায়কের দায়িত্ব পালন করেন।