
প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কুন্ডুপাড়া গ্রামে সরকারি কাঁচা রাস্তার উপরে ঘর নিমাণ ও পানি নিষ্কাশনের জন্য কালভার্ট বন্ধ করে প্রাচীন নির্মান করছে একটি পরিবার। সরকারি ও জনসাধারণের জন্য সম্পদ দখলদারিত্ব করলেও যেন দেখার কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায় কুন্ডুপাড়া গ্রামের মৃত্যু পচা বেপারী ছেলে দুদু মিয়া সরকারি কাচা রাস্তা দখল করে ঘর নিমাণ করছে। সেইসাথে পানি নিষ্কাশন হওয়ার জন্য সরকারি বরাদ্দে কালভার্ট নিমাণ করে সেই কালভার্টের উপরে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করছে। স্থানীয়রা নির্মানে নিষেধ করলেও তাদেরকে বিভিন্ন ধরনের ভয়—ভীতি ও অকথ্য ভাষায় গালিগালাজ করায় কেউ প্রতিবাদ করছেন না।
কুন্ডুপাড়া গ্রামের জাকির হোসেন জানান, রাস্তাটি দখল করায় এই রাস্তা দিয়ে কোন যানবাহন চলতে পারবে না। আর কালভার্ট বন্ধ করায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। তার দাবী রাজনৈতিক দাপটে এই দখলদারিত্ব করছে। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে, ঘর নিমার্ণের বিষয়ে জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান আমি বিষয়টি দেখে ব্যবস্থাগ্রহণ করছি।