সাঘাটায় সরকারি ভিজিএফ ১১ বস্তা চাল জব্দ!


প্রকাশের সময় : জুন ২২, ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ / ৬৫২
সাঘাটায় সরকারি ভিজিএফ ১১ বস্তা চাল জব্দ!

সাঘাটা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের ঈদুল আযহা উপলক্ষে, অতিদরিদের বরাদ্দকৃত সরকারি ভিজিএফ এর ১১ বস্তা চাল ২২ জুন (বৃহস্পতিবার) বোনারপাড়ার  ব্যবসায়ী হালিম এর গোডাউনে  ঢুকানোর সময় জনতার হাতে আটক হয়। পরে, স্থানীয় লোকজন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক  আলীকে  অবহিত করলে। তিনি ঘটনাস্থলে এসে ১১ বস্তা চাল এবং ভ্যান গাড়ি জব্দ করেন ।

 সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক  আলী প্রতিবেদককে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়া হবে।