
বোনারপাড়ায (সাঘাটা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ৫ শতাধিক নারী পুরুষ শ্রীধামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রোববার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সেচ পাম্প মালিক সমিতির জেলা সভাপতি মাসুদুর রহমান মাসুদ, রাজিব ও শ্রীধামের বড় ভাই সুভাষচন্দ্র দাস। বিক্ষোভ চলাকালে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী উপস্থিত হয়ে শ্রীধামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করে। প্রকাশ বোনার পাড়া ছাট কালপানি গ্রামে অবস্থিত মন্দির থেকে বিদ্যুতের সংযোগ না দেওয়া কে কেন্দ্র করে ২৪ অক্টোবর রাত সাড়ে ৯ টায় নঈম চন্দ্র দাসের ছেলে শ্রীধাম কে শিমুল তাইড় গ্রামের জোবেদ আলীর ছেলে মিলন, আবু কালাম, এরশাদ, লিটন, মোজাম্মেলের ছেলে রফিকুল ইসলাম ও তোজাম্মেল হকের ছেলে তুহিন মিয়া বোনার পাড়া বাজারের মাছ পট্টিতে কুপিয়ে হত্যা করে।এ ঘটনায় ৬জনকে আসামি করে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।