
সাঘাটা সংবাদদাতাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের ওয়াশ বাজেট বিষয়ে গত ৩০ জানুয়ারি ভরতখালী এসকেএস রিসোর্ট সেন্টারে ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়নের সভাপতিত্বে ডায়ালগ অনুষ্ঠানে উক্ত ইউনিয়নের ২০২৪ -২৫ অর্থবছরের বাজেট পাঠ করেন ইউপি সচিব দেওয়ান ইমদাদুল হক পলিন। ফ্যানসা বাংলাদেশ এর অর্থায়নে এস কে এস ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় রাইজিং ফর রাইটস প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় উন্নয়ন সংস্থা ডাব্লিউ ডি পি।
উক্ত ডায়ালগ অনুষ্ঠানে ওয়াশ বাজেটের উপর বক্তব্য রাখেন রাইজিং ফর রাইটস প্রকল্পের সমন্বয়কারী জেভিয়ারস্কু, এসকেএস ফাউন্ডেশনের কমিউনিকেশন অফিসার প্রদীপ রায়, রাইজিং ফর রাইটস প্রকল্পের অ্যাডভোকেসি স্পেশালিস্ট শফিকুল ইসলাম ও ডাব্লিউ ডিপির নির্বাহী প্রধান ফরিদ উদ্দিন আহমেদ। উক্ত ডায়ালগ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ৩০ জন অংশী জন অংশগ্রহণ করে।