
সাঘাটা সংবাদদাতাঃ গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিক ও সহ সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদের বিরুদ্ধে পোস্টার ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।গত ১০ মার্চ রাত ৯ টায় বোনার পাড়াস্থ জেলা পরিষদ ডাক বাংলোতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু বলেন, আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তারা পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারী শাসনামলে তিনি বিএনপি’র নেতাকর্মীদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন। দলের ক্লান্তি লগ্নে তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। একটি কুচক্রী মহল আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদের জনপ্রিয়তায় দিশেহারা হয়ে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, আবুল কালাম আজাদ, যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহীন, মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর কবীর মিঠু, কৃষকদলের সভাপতি হারুন অর রশিদ, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলাইমান, যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্নু, সহ সাঘাটা ফুলছড়ি উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।