
সাঘাটা প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনার পাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে গত ১৪ মার্চ বোনারপাড়া শপিং কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আবু হাসান মোঃ নয়ামিয়া বিএসসি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাঘাটা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা ইব্রাহিম হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি আব্দুল গফুর, সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাঘাটা উপজেলা সভাপতি আব্দুল মান্নান আকন্দ ও সাধারণ সম্পাদক রাশেদুন্নবী রাশেদ।