প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ যোগীপাড়া গ্রামে দিনে-দুপুরে বসতবাড়িতে হামলা করে ভাংচুর, লুটপাট, মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে পিপুল মিয়া নামের একজনকে আটক করেছে।
জানা যায়, পূর্ব ঘটনার জেরে বাশহাটা গ্রামের পিপুল মিয়ার নেতৃত্বে পলাশ, সাইদ মিয়া, কহিনুর, সালেহা বেগম ও হাসিলকান্দি গ্রামের মাইদুলসহ ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঝাড়াবর্ষা গ্রামের শাহ আলমের বাড়িতে হামলা করে এবং শাহ আলমের স্ত্রী কামরুন নাহার দিনাকে পিটিয়ে আহত করে। পরে আহত দিনাকে সাঘাটা হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় বাড়িঘর ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে নেয় বলে জানান শাহ আলম। এ ঘটনায় সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন জানান, ঘটনাস্থল থেকে পিপুল নামের একজন আটক করা হয়েছে, তবে, মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :