
প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটার দেলুয়াবাড়ি চরের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও রক্তদাতাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবার ব্রুত নিয়ে প্রতিষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থা (এসইউএস) এর নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানার সভাপতিত্বে রক্তদাতাদের মধ্যে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম, সাঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ, প্রতিষ্ঠানটির উপদেষ্টা সাংবাদিক আনোয়ার হোসেন রানা, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম বাদল, মাহফুজ আহম্মেদ টিটু মিজানুর রহমান মৃদুল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক আসিফ মাহমুদ, দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, সহদপ্তর সম্পাদক আব্দুল বারি জোহা, প্রধান রক্ত বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, কোষাধ্যক্ষ আরিফ হোসেন, সহ ত্রাণ সম্পাদক স্বপ্ন,সাঘাটা উপজেলা শাখর সাধারণ সম্পাদক জুলফিকার আলি, থানা রক্ত বিষয়কক সম্পাদক মমিন।
এসময় অসহায় রোগীদের চিকিৎসক কর্তৃক পরামর্শপত্র ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি অসহায়, এতিম শিশু ও দরিদ্র নারী পুরুষের জন্য ত্রাণ সহায়তা, পড়ালেখায় বই, খাতা,কলম, অসুস্থদের চিকিৎসা সহায়তা, রক্তদান, কোরআন শরীফ বিতরণ, বৃক্ষরোপনসহ নানা ধরণের সমাজ সেবামূলক কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে।